
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) সংবাদদাতাঃ
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হয়েছে। ৩০ জুলাই বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু নাছের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা সহ স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের উজ্জল ভবিষ্যত কামনা করেন এবং বিএনপি-জামাত সমাবেশের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির তীব্র সমালোচনা সহ আওয়ামী পরিবারের সকলকে এসব নৈরাজ্য-অপকর্মের প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানান।
বক্তারা পার্বত্য চট্টগ্ৰামের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকার জন্য দিপংকর তালুকদার এমপি’র ভূয়শী প্রশংসা সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে রাঙ্গামাটির ২৯৯ নং আসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার ঘোষণা দেয়া হয়।