
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: দেশনেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বাঘাইছড়িতে সকল কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
১৫ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে বাঘাইছড়ি উপজেলা পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে বর্ণাঢ্য মিছিল শেষে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা ক্রিয়া সংস্থার মাঠে বিশাল জনসভা পালিত হয়।
উক্ত জনসভায় হাজারো মানুষের ঢল নামে উপজেলা ও পৌরসভা আওয়ামী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ১৭ মে দিবসটি উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য রেলী প্রদর্শন শেষে এক আলোচনা সভা উপজেলা সদর মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে
যুগ্ম সাধারণ সম্পাদক রতন দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দীলিপ দাশ ও সুলতান আহমেদ, সদস্য জাফর আলী খান ও খায়ের আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন এবং পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন সহ স্ংগঠনের বিশিষ্ট জনেরা।
সভায় প্রধান অতিথি সহ বক্তারা সকলে তাদের বক্তব্যে দিবসটির উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতিকে সর্বোচ্চ উন্নয়নের দিকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু দেশরত্ন ও দেশনেন্ত্রী শেখ হাসিনার অব্যাহত ভূমিকা বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বৃষকেতু চাকমার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ অতিতের চাইতে অনেক শক্তি শালী আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে পাহাড়ের রাজপুত্র দীপংকর তালুকদার কে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনা কে রাংগামাটির ২৯৯নং আসন উপহার দিবেন।