
২০১৯ সালের ১৮ই মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানব বন্ধন। ১৯ মার্চ রবিবার সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন এর আয়োজন করা হয়।
মানববন্ধনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্য গন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ স্বজনরা বলেন ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের কাছে স্মারক লিপি পেশ করেন এ সময় জনাব মোঃ আব্দুল কাইয়ুম ভাইস চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ, বাঘাইছড়ি পৌর মেয়ের জমির হোসেন উপস্থিত ছিলেন।