সোমবার সকালে বাঘাইছড়ি দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছসেবক লীগের সকল স্তরের নেতা কর্মিদের ঈদের পুর্নমিলন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নবাগত কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। উক্ত পূর্ণ মিলনি সভায় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা সেচ্ছসেবক লীগের সভাপতি নুরে আলম খোকন, পৌর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ও আহ্বায়ক আবু নাছের, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, সদস্য শাহদাত হোসেন আকাশ ও বাঘাইছড়ি সেচ্ছাসেবক লীগের উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের নেতা কর্মিরা।
এসময় সকল নেতা কর্মিদের আলোচনা সভায় পরিচিতি ও ফটোসেশন মাধ্যমে বাইকের শো ডাউন হয়, এবং বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসনে জমির, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দিলীপ কুমার দাস ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সহ সকলের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।