প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৪৬ পি.এম
বাঘাইছড়ি তে অবৈধ সেগুন কাঠ আটক করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ আটক করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)
রবিবার (১৯ জানুয়ারি) ২০২৫ ইং মারিশ্যা জোন (২৭ বিজিবি)
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
নাঃ সুবেঃ মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্প হতে ০১ কিঃ মিঃ পশ্চিমে বাঙ্গালিপাড়া (বর্গ-২০৬৩ এমএস ৮৪এ/৪) নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ আটক করা হয়েছে।
আটক কৃত কাট গুলো বন বিভাগে অধীনস্থ মারিশ্যা বিট কাম চেক ষ্টেশন, মারিশ্যা অফিসে জমা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.