
বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ শুক্রবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণ ও সংবর্ধনা শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রিয়নন্দ চাকমা। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার শাহীন আল মামুন, প্যানেল মেয়র ও ৫নং ওযার্ড কাউন্সিল ত্রিদিব দাশ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ২নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন বুলু, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য এবং অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও কেক কেটে জাতীয় শিশু দিবস পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, তিনি আমাদের শিশুদের উপবৃত্তি প্রদান করছেন, বই সহ যাবতীয় শিক্ষা সামগ্রী বিনামূল্যে প্রদান করছেন, তাই আপনাদের শিশুকে অবশ্যই বিদ্যালয়ে পাঠাবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আজকের শিশুরাই আগামীর দায়িত্ববান দেশ প্রেমী হয়ে গড়ে উঠবে।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিদ্যালয়ের পক্ষ হতে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।