আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি রাঙ্গামাটি
সংবাদদাতাঃ বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২৩ জুন বিকালে দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, সহ সভাপতি দীলিপ কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহ সভাপতি দানবীর চাকমা, সাধারন সম্পাদক মোঃ গিয়াছ উদ্দিন মামূন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও নবাগত পৌর মেয়র মোঃ জমির হোসেন। সভায় বক্তব্য রাখেন, কলেজ, পৌর ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় মিলাদ মাহফিল পরচালনা করেন, মাওলানা মোঃ ওমর ফারুক।