
বাঘাইছড়ি (রাঙ্গামাটির) সংবাদদাতাঃ
রাঙ্গামাটি বাঘাইছড়ি চট্টগ্ৰাম শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত এস এস সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাঘাইছড়ির ৪ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৩০০ জন শতকরা পাশের হার ৭০%।
বাঘাইছড়ি ৪টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বিগত বছরের তুলনায় পাশের হার বাড়লেও বাড়েনি জিপিএ ৫ এর সংখ্যা।
৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০ জন পাশ করেছে। তারমধ্যে ২৪ জন এ, ৩৫ জন এ-, ৪৪ জন বি, ১০২ জন সি এবং ৫ জন ডি ক্যাটাগরিতে পাশ করেছে।
অবশিষ্ট ফেল করা ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।