
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: বাঘাইছড়িতে ‘শেখ হাসিনার
সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মিলনায়তনে এই জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহফুজুর রহমান
বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন ইসলাম, মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করা।