মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৬(ছয়) কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের খোষঘর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার উত্তর চক বস্তা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে বাবু (২২)।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই সফিক উল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের খোষঘর দারোগা বাড়ির সামনে তিন রাস্তার মোড় হইতে মাদক ব্যবসায়ী বাবু (২২) কে ৬কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম
বাঙ্গরায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- ৩৩৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ