
মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে ফেকু রাজবন (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন গেন্দু রাজবন (৫৫) নামের একজন। সম্পর্কে তারা শ্বশুর-জামাই বলে জানা গেছে।
রবিবার বিকেলে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ থেকে এগারসিন্দুর গোধূলী ট্রেনটি দুপুরে ছেড়ে যাবার পর সরারচর স্টেশনে এই দুর্ঘটনায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন ফেকু রাজবন ও তার জামাতা গেন্দু রাজবন। ট্রেনটি হুইসেল বাজালেও তারা শুনতে পারেনি । পরে ট্রেনে তলে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই ফেকু রাজবন নিহত হন। এতে গুরুতর আহত হন গেন্দু রাজবন। স্থানীয়রা আহত গেন্দু রাজবনকে উদ্ধার করে বাজিতপুর ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বলেছেন