ডেস্ক রিপোর্টঃ খন্ড খন্ড মিছিল নিয়ে গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীরা।
নানা নাটকীয়তার পর বিএনপির সমাবেশের জন্য নির্ধারিত হয়েছে রাজধানীর গোলাপবাগ মাঠ। পুলিশের অনুমতিও মিলেছে এরই মধ্যে। এদিকে, সমাবেশের আগের দিন থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে সমাবেশস্থল গোলাপবাগ মাঠে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশের এলাকা।
প্রসঙ্গত, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে শুরু থেকেই দেখা দেয় জটিলতা। পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ঠিক করে দেয়া হলেও বিএনপির দাবি ছিল, নয়াপল্টন অথবা আরামবাগে সমাবেশ করবেন তারা। এরই মধ্যে বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। এতে হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মকবুল নামে এক যুবকের মৃত্যু হয়। গ্রেফতার হয় বিএনপির বেশকিছু নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.