প্রেস বিজ্ঞপ্তিঃ ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার সকাল ১১ টায় বিএনপির আমন্ত্রণে ইকবাল মাহমুদ টুকুর বাসভবনে গণতান্ত্রিক বাম ঐক্য ও বিএনপির যৌথ আলোচনা হয়।
আলোচনায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন স্বপন। গগণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও পিডিপি’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন।
আলোচনার বিষয় ছিলো বাংলাদেশের বর্তমান রাজনীতি ও অনির্বাচিত সরকারের অগণতান্ত্রিক কর্মসূচীর বিরুদ্ধে করণীয়। আলোচনায় গণতান্ত্রিক বাম ঐক্য ও বিএনপি যুগপৎ আন্দোলনে একমত পোষণ করেন এবং আগামী ১৯/১২/২০২২ রোজ সোমবার কর্মসূচি ঘোষণা করা হবে।