মোস্তাক আহমেদ খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওয়াসিম (৩০) নামে হেলপার নিহত হয়েছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওয়াসিম জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের শিশু মিয়ার ছেলে এবং সে খাদে পড়ে যাওয়া ট্রাক্টরের হেলপার হিসেবে কাজ করতেন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, শাহবাজপুর থেকে চান্দুরা যাওয়ার পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত ট্রাক্টরের হেলপারকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷