উনিশে মার্চের ঘটনা
আজো অনেকের অজানা,
সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা
মহান স্বাধীনতার প্রেরণা।
বিজয়ের অমর চেতনা
গাজীপুরে তার ঠিকানা,
আ ক ম মোজাম্মেল হক
এই সশস্ত্র যুদ্ধের মহানায়ক।
হুরমত, নিয়ামত খাঁটি সোনা
স্বাধীনতা ছিল যাদের কামনা,
তাঁরা বীর মুক্তিসেনা
এদেশ তাঁদের রক্তে কেনা,
বিজয় নিশান উর্ধ্বে ধরি
তাঁদের মোরা স্মরণ করি।