
সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচং উপজেলার শরীফপুর এলাকায় জসিম উদ্দিন মেম্বারের বাড়ীতে ভাড়া বাড়িতে জামাল ফুড প্রোডাক্টস নামে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া হক। নকল পণ্য ট্যাং ও শিশু খাদ্য তৈরি করে আসছিল কাপড়ের রং চিনি মিশিয়ে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকী।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্রে জানা গেছে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর দেবপুর – শরীফপুর এলাকার জসিম উদ্দিন মেম্বারের বাড়িতে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জামাল ফুড প্রোডাক্টস নামে অবৈধ ভাবে অনুমোদন ছাড়াই বিএসটিআই লগো ব্যবহার করে নকল পণ্য তিনটি প্রোডাক্টস তৈরি করে বাজারজাত করে আসছিল।
অস্বাস্থ্যকর উপায়ে কাপড়ের রং আর চিনি মিশিয়ে নকল ট্যাং তৈরি করা হচ্ছিল ওই প্রতিষ্ঠানে।কয়েক বছর ধরে এই ট্যাং তৈরি করছিল প্রতিষ্ঠানটি।
৫ মার্চ বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। অভিযানে চালিয়ে দেখেন অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং ও চিনি মিশিয়ে নকল পণ্য ট্যাংক তৈরি করছে। অভিযানের খবর পেয়ে জামাল ফুড প্রোডাক্টস ফ্যাক্টরির মালিক জামাল হোসেন পালিয়ে যায়।
এসময় কয়েকজন কর্মচারীকে দেখা যায় নকল পণ্য শরবত ট্যাং প্রস্তুত করছেন অস্বাস্থ্যকর পরিবেশে। যার মধ্যে শিশু খাদ্যও ছিল।
এ বিষয়ে বুড়িচং উপজেলা সহকারি কমিশনার ভূমি সোনিয়া হক জানায়, অভিযোগের ভিত্তিতে জামাল ফুড প্রোডাক্টস ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় ফ্যাক্টরির মালিক জামাল হোসেনকে পাওয়া যায়নি। ট্যাং প্রস্তুতকরণের সকল উপকরণ ও প্যাকেজ জব্দ করা হয়। যাচাই- বাছাই করার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।