
নাহিদ জামান, খুলনা
তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক ব্যবসায়ীকে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় রূপসা থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি গত ১৪ এপ্রিল সন্ধায় রূপসার ঘাটভোগ ইউনিয়ন আলাইপুর বাজার এলাকায় সৃষ্ট হয়।
অভিযোগ পত্র এবং ভুক্তভোগী জানায়, আলাইপুর বাজার ব্যববসায়ী মো. রেজাউল ইসলাম পাইক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য দোকান থেকে মসজিদে যাচ্ছিল। বাজারের খাদ্য গোড়াউনের সামনে তাকে দেখে একই এলাকার পিঠাভোগ গ্রামের মৃত হাবিবুর রহমান শেখের ছেলে মো. শরিফুল ইসলাম শেখ (৩৫), ভৎসর্না মূলক কথা-বার্তা এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তাঁর ইজ্জত-সম্মান রক্ষার্থে অনুরোধ সহকারে তাকে বলে অশ্লীল ভাষায় কথা না বলার জন্য। তখন সে আরো ক্ষিপ্ত হয়ে রাস্তার উপর- চড়, কিল-ঘুষি এবং লাথি মেরে আহত করে। জামার পকেটে থাকা ২হাজার ৫শত জোরপূর্বক ছিনিয়ে নেয়। অভিযোগে আরো জানা যায়, শরিফুল ইসলাম অত্যন্ত খারাপ প্রকৃতির সে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রায়ই এলাকার লোকজনের সাথে মারামারি সহ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে থাকে।