
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে এক নৌকার মাঝি নিহত হয়েছে। নিহতের নাম মো: জনি (৩০)। সে সরাইল উপজেলার পানিশ্বর এলাকার নেসার মিয়ার ছেলে। বজ্রপাতে নিহত জনি পেশায় নৌকার মাঝি ছিলেন।
বৃহস্পতিবার (১৩জুন) বিকাল ৫ টায় নবীনগর থানার বাইশমোজা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে বালি বোঝাই নৌকা নিয়ে নদীপথে সরাইলের পানিশ্বর আসার পথে নবীনগর উপজেলার বাইশমোজা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নৌকার মাঝি জনি বজ্রপাতে আক্রান্ত হয়। এ সময় নৌকায় থাকা সঙ্গীয় লোকজন তাকে উদ্ধার করে সন্ধ্যা আনুমানিক পৌনে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে সরাইল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।