ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিএনজি অটোরিকশা শ্রমিক ও মালিক সমিতির নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রায় দুই শতাধিক নেতাকর্মী জড়ো হয়। এ সময় তারা সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের অপসারণ দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন এবং অবরোধ সৃষ্টি করেন। প্রায় এক ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচি সম্পর্কে জেলা মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মানিক মিয়া বলেন, ওসি মাহবুবুর রহমান সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের পর থেকেই অটোরিকশা ও ইজিবাইক চালক-মালিকের ওপর নির্যাতন শুরু করেন। তিনি টাকার জন্য বিনা কারণে ইজিবাইক ও অটোরিকশা আটক করেন। পরে প্রতিটি গাড়ি ছাড়তে তিনি সাত থেকে আট হাজার টাকা আদায় করেন।
এ সময় তারা বলেন, ওসি মাহবুবুর রহমানকে খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মহাসড়কে থ্রি-হুইলার নিষিদ্ধ। আইনগত কারণে ইজিবাইক ও অটোরিকশা আটক করা হয়। পরে ওই যান ছাড়িয়ে নিতে আবেদন করতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটককৃত যানবাহন ছাড়িয়ে নিতে হয়। তিনি বলেন, টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।