
ভাগ্য রজনী
শাহজালাল সুজন
শবে বরাত মুসলমানের গোনাহ মাফের রাত,
অধম পাপি বিনয় সুরে তুলে দুটি হাত।
ইবাদতে মশগুল থাকে মুক্তির তরে তাই,
মুক্তি দিবেন সাঁই রাব্বানা কিতাবেতে পাই।
দিনের বেলায় রোজা রেখে কাটে উপবাস,
এই রজনী মহৎ জানি অর্ধ শাবান মাস।
ললাটে হয় ভাগ্য নির্ণয় শবে বরাত নাম,
কেউবা কাঁদে অশ্রুজলে বাড়ে তাঁদের দাম।
বক ধার্মিকে ফাতুয়া দেয় বেদাত নাকি হয়?
কোরান হাদিস পড়েও অন্ধ নাই যে প্রভুর ভয়।
ধর্মটাকে পুঁজি করে খেলছে নানান খেল্
লেবাসধারী প্রভুর কাছে নেই যে কোন বেল।
বিদ্বেষ পোষণ করে যারা হয় না তাদের মাফ,
মুশরিক বেঈমান ছাড়া সকল কাটে পাপের তাপ।
শবে বরাত রাতের বেলা ডেকে বলেন রব,
কে আছো আজ মাফ করিব গুনাহ খাতা সব।
হতভাগা জ্ঞান অন্ধরা ফিরায় তাদের মুখ,
গোস্বা করে বান্দার প্রতি দিয়ে যায় সব দুখ।