
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেব নাথের প্রকাশনা ভাষা আন্দোলন: সরাইল থানা প্রাথমিক শিক্ষক সমিতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
রোববার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সরাইল প্রেসক্লাবের আয়োজনে মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান করা হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সম্পাদক মাহবুব খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ এড. জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডঃ আব্দুর রাশেদ, আওয়ামীলীগ নেতা ও বুদ্ধি জীবি সন্তান এড. সৈয়দ তানবির হোসেন কাউছার, সাবেক ছাত্রনেতা এড. কামরুজ্জামান আনছারি প্রমুখ।
বক্তারা বলেন, সঞ্জীব কুমার দেব নাথ “ভাষা আন্দোলন: সরাইল থানা প্রাথমিক শিক্ষক সমিতি’ বইটির আজকে মোড়ক উন্মোচন করা হয়েছে। এছাড়াও উনার আরও বেশ কয়েকটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যা সরাইলের ইতিহাস ঐতিহ্য সম্মন্ধে মানুষ অনেক কিছু জানতে পারবে। আর এমন আয়োজনে সরাইল প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান উপস্থিত সকলে।