
ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৩ জুলাই) সকাল ১১ টায় ভূঞাপুর মোশারফ- রেখা কমপ্লেক্স এর হলরুমে স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিভা ছাত্র সংগঠন এর আয়োজনে ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে।
প্রতিভা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রেজুয়ানুল করিম রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি মির্জা মহীউদ্দিন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক শাহরিয়ার, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন, ফলদা এসএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ভারই স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও প্রতিভা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।