
মোহাম্মদ সোহেল,
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা চত্বরে ৩ দিনব্যাপী কৃষি মেলা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র ৩’শ ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি মেলা ও উপজেলা অডিটরিয়ামে আয়োজিত গ্রীষ্মকালীন আবাদ বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান বাবদ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় এমপি ছোট মনিরকে।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান। আলোচনায়র মাঝে দেশকে খাদ্যে স্বনির্ভর করতে কৃষি বিভাগ ও কৃষকের নিরলশ প্রচেষ্টার প্রশংসা করেন বক্তাগণ।
শেষে গ্রীষ্মকালীন আবাদ বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়।
পরে সকল কর্মকর্তাসহ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা মাঠ পর্যবেক্ষণ করেন ও কৃষকদের মাঝে কৃষি উৎপাদনে উৎসাহ প্রদান করেন কৃষিবিদ আরিফুর রহমান।