নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির উপর একাত্তরের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী যে হত্যাজঙ্গ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির।
সোমবার (২০ মার্চ) সকাল ১০ টায় সময় টাংগাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দীন এর সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক আবদুল রহিম এর মঞ্চ সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার ভূঞাপুর।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, মেয়র ভূঞাপুর পৌরসভা ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ ভূঞাপুর।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভূঞাপুর।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরাম উদ্দিন তারা মৃধা, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.