টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ মার্চ) দুপুরে গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী যমুনা নদী তীরবর্তী স্থানে ৫/৬ জন বন্ধু গোসল করতে গেলে পানির পাকে, সুজয় পাল পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে, লিখন পালও আর উঠতে পারেনি পরে বাকি বন্ধুদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক, সুজয় পাল ও লিখন পালকে মৃত ঘোষণা করেন।
নিহত দুই ব্যক্তি ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের, সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। নিহত সুজয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও লিখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং তারা দুজনে চাচাতো ভাই।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.