মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ ভৈরবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৯ নভেম্বর বেলা ১১টায় কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
শান্তি সমাবেশ নাজমুল হাসান এম পি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা কাউকে ভয় পায়না। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার জবাব দেওয়া হবে। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে। নৌকাকে বিজয়ী করতে হবে এবং মাঠে নেমে কাজ করা আহ্বান জানিয়েছেন