(আগরতলা ৩০/১২/২০২০)
ঠিক যেনোরে
ঈদের গরু
অনেক দামে কেনা,
ভোটের সময়
ভোটার এখন
এমন করেই চেনা |
ভোটের সময়
ভোটার নাচে
নেতাও নাচে সাথে,
দু’চার পাঁচশো
পেলেই খুশি
চামচিকারা হাতে |
বেশ কিছুদিন
ভালোই কাটে
চায়ের দোকান গরম,
গল্প গুজব
অনেক চলে
ভুলে লজ্জা সরম |
হায়রে ভোটার
তোমাদের দেখে
আমার লাগে ভয়,
ভোটের পরে
জানতে পাবে
নেতা কারে কয় |
কাজ ফুরালে
নেতার দেখা
কিংবা নেতার টিকি,
পাবেনাকো
যতই খুঁজো
রইলো সবই বাকি |