
টি. আর. দিদারঃ জাঁকজমকপূর্ণ পরিবেশে মইনীয়া যুব ফোরাম কুমিল্লা জেলা ও মহানগর কর্মী সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রীয় খানকা শরীফে গত ১৩ জানুয়ারী (শুক্রবার) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শাহজাদা সাইয়্যিদ মাসুক-এ-মইনুদ্দিন আল হাসানী ওয়াল হোসাইনি আল- মাইজভান্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খলিফা শাহ্ মোহাম্মদ আসলাম হোসেইন।
আঞ্জুমানে রহমানি মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় মহাসচিব-খলিফা শাহ্ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কুমিল্লা জেলা সভাপতি শাহ মো. আবুল কালাম।
মইনীয়া যুব ফোরাম কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি মোঃ হাবিবুর রহমান পায়েল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ সিদ্দিকী, কেন্দ্রীয় শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক ও আদর্শ সদর উপজেলা সভাপতি দিদারুল হক রিমন, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ও বরুড়া উপজেলা সভাপতি সুমন মিয়া, চান্দিনা উপজেলা সভাপতি ডাক্তার ফারুক, বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জামাল উদ্দিন, বরুড়া উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, নাঙ্গলকো উপজেলা সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, আদর্শ সদর উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন।
উক্ত অনুষ্ঠানে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আর্ধশহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বৃক্ষ রোপন, পরিষ্কার-পারিচ্ছন্নতা ও সুপেয় পানি সরবরাহ কর্মসূচী নিয়ে ২০২৩ সালে বিষেশভাবে কাজ করার জন্য সকল নেতা-কর্মীদেরকে দিক নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি শাহজাদা সাইয়্যিদ মাসুক-এ-মইনুদ্দিন আল হাসানী ওয়াল হোসাইনি আল- মাইজভান্ডার।