ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদপুর প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দিলেন পুলিশ সুপার Logo ৭ ডিসেম্বর বিজয়ের দুয়ারে উত্তাল বাংলাদেশ Logo বুড়িচংয়ে ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ দেবরের বিরুদ্ধে, শ্বশুরবাড়ির সবাই পলাতক Logo মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য পণ্য ও ঔষধ সহ ৬ পাচারকারী আটক Logo বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন Logo ঝিনাইদহে হানাদারমুক্ত দিবস পালিত Logo উইলিয়াম লাইয়ের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া: যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন Logo ফ্রান্স ও চীনের ফার্স্ট লেডির সাথে অভিনেতাদের বন্ধুত্বপূর্ণ মতবিনিময় Logo সভ্যতার বিনিময়ে নতুন মাত্রা: সি চিন পিং-ম্যাকখোঁ বৈঠক

মনের কষ্টি পাথর

সুক্রিয়া দাস

কবিতা লিখি মনের খেয়ালে,
সম্মাননা চাই না কোনো পত্রিকার ওয়ালে।
মনের কথাগুলো লিখি কবিতার আদলে,
অন্তরে শান্তি মেলে অনেক শব্দের কোলাহলে।

আমি তো খুব সামান্য লেখক লেখিকা মোটেও নই,
মনের কথা খুলে বলি শব্দই এখন অন্তরঙ্গ সই।
সুখ দুঃখ যাই আসুক ভাবনায় দিই পাড়ি,
কলমের সঙ্গে বন্ধুত্ব করে কবিতার আকারে গড়ি।

টাকা পয়সা অর্থ কড়ির করি না কোনো লোভ,
দুদিনের জীবনে কি হবে অতিরিক্ত বৈভব।
মৃত্যুর পর সবাই যাবে কবরে কিংবা শ্মশানে,
রাজা উজির মন্ত্রি আমলা ফকির সবাই মিলবে মহাশূন্যে।

তাই জীবনে অনেক অনেক প্রাপ্তি নিয়ে কি হবে?
সবই তো রেখে যেতে হবে ভবের খেলাঘরে।
এই জীবনে কিছুই কারোর নিজের নয়,
তবুও মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত হারাবার জন্য করে যায় কেন ভয়?

তাই মানব জীবনে নিজ নিজ কর্মে দাও মনযোগ,
জীবন শেষে মিলবে না আর কোনো সুযোগ। ভালোলাগার ছলে তৈরি করি কবিতার বিচিত্র শহর,
স্বপ্ন দেখি রোজ শব্দ দিয়েই গাঁথবো মনের কষ্টি পাথর।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

SBN

SBN

মনের কষ্টি পাথর

আপডেট সময় ০৮:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

সুক্রিয়া দাস

কবিতা লিখি মনের খেয়ালে,
সম্মাননা চাই না কোনো পত্রিকার ওয়ালে।
মনের কথাগুলো লিখি কবিতার আদলে,
অন্তরে শান্তি মেলে অনেক শব্দের কোলাহলে।

আমি তো খুব সামান্য লেখক লেখিকা মোটেও নই,
মনের কথা খুলে বলি শব্দই এখন অন্তরঙ্গ সই।
সুখ দুঃখ যাই আসুক ভাবনায় দিই পাড়ি,
কলমের সঙ্গে বন্ধুত্ব করে কবিতার আকারে গড়ি।

টাকা পয়সা অর্থ কড়ির করি না কোনো লোভ,
দুদিনের জীবনে কি হবে অতিরিক্ত বৈভব।
মৃত্যুর পর সবাই যাবে কবরে কিংবা শ্মশানে,
রাজা উজির মন্ত্রি আমলা ফকির সবাই মিলবে মহাশূন্যে।

তাই জীবনে অনেক অনেক প্রাপ্তি নিয়ে কি হবে?
সবই তো রেখে যেতে হবে ভবের খেলাঘরে।
এই জীবনে কিছুই কারোর নিজের নয়,
তবুও মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত হারাবার জন্য করে যায় কেন ভয়?

তাই মানব জীবনে নিজ নিজ কর্মে দাও মনযোগ,
জীবন শেষে মিলবে না আর কোনো সুযোগ। ভালোলাগার ছলে তৈরি করি কবিতার বিচিত্র শহর,
স্বপ্ন দেখি রোজ শব্দ দিয়েই গাঁথবো মনের কষ্টি পাথর।