ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উন্মুক্ত বাজারের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি সঞ্চার অব্যাহত রাখবে:চীন Logo ৪৬টি দেশে চীনা চলচ্চিত্র মুক্তি Logo ৪০টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম নেতাদের অংশগ্রহণে সিএমজির আন্তর্জাতিক ফোরাম Logo সরাইলে রাস্তা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বাড়ি ঘরে ভাংচুর ও লুটতরাজ Logo মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত – ২ Logo পতেঙ্গায় শুল্ক দিয়ে আসা প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের পণ্যসহ ৬ জন আটক Logo নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পৃথক অভিযানে সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ Logo চাঁদপুরে গাঁজা ও বিদেশি মদসহ ৩ জন মাদক কারবারি আটক Logo হেমন্তের নবান্ন Logo সরাইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

মনের কষ্টি পাথর

সুক্রিয়া দাস

কবিতা লিখি মনের খেয়ালে,
সম্মাননা চাই না কোনো পত্রিকার ওয়ালে।
মনের কথাগুলো লিখি কবিতার আদলে,
অন্তরে শান্তি মেলে অনেক শব্দের কোলাহলে।

আমি তো খুব সামান্য লেখক লেখিকা মোটেও নই,
মনের কথা খুলে বলি শব্দই এখন অন্তরঙ্গ সই।
সুখ দুঃখ যাই আসুক ভাবনায় দিই পাড়ি,
কলমের সঙ্গে বন্ধুত্ব করে কবিতার আকারে গড়ি।

টাকা পয়সা অর্থ কড়ির করি না কোনো লোভ,
দুদিনের জীবনে কি হবে অতিরিক্ত বৈভব।
মৃত্যুর পর সবাই যাবে কবরে কিংবা শ্মশানে,
রাজা উজির মন্ত্রি আমলা ফকির সবাই মিলবে মহাশূন্যে।

তাই জীবনে অনেক অনেক প্রাপ্তি নিয়ে কি হবে?
সবই তো রেখে যেতে হবে ভবের খেলাঘরে।
এই জীবনে কিছুই কারোর নিজের নয়,
তবুও মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত হারাবার জন্য করে যায় কেন ভয়?

তাই মানব জীবনে নিজ নিজ কর্মে দাও মনযোগ,
জীবন শেষে মিলবে না আর কোনো সুযোগ। ভালোলাগার ছলে তৈরি করি কবিতার বিচিত্র শহর,
স্বপ্ন দেখি রোজ শব্দ দিয়েই গাঁথবো মনের কষ্টি পাথর।

ট্যাগস

উন্মুক্ত বাজারের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি সঞ্চার অব্যাহত রাখবে:চীন

SBN

SBN

মনের কষ্টি পাথর

আপডেট সময় ০৮:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

সুক্রিয়া দাস

কবিতা লিখি মনের খেয়ালে,
সম্মাননা চাই না কোনো পত্রিকার ওয়ালে।
মনের কথাগুলো লিখি কবিতার আদলে,
অন্তরে শান্তি মেলে অনেক শব্দের কোলাহলে।

আমি তো খুব সামান্য লেখক লেখিকা মোটেও নই,
মনের কথা খুলে বলি শব্দই এখন অন্তরঙ্গ সই।
সুখ দুঃখ যাই আসুক ভাবনায় দিই পাড়ি,
কলমের সঙ্গে বন্ধুত্ব করে কবিতার আকারে গড়ি।

টাকা পয়সা অর্থ কড়ির করি না কোনো লোভ,
দুদিনের জীবনে কি হবে অতিরিক্ত বৈভব।
মৃত্যুর পর সবাই যাবে কবরে কিংবা শ্মশানে,
রাজা উজির মন্ত্রি আমলা ফকির সবাই মিলবে মহাশূন্যে।

তাই জীবনে অনেক অনেক প্রাপ্তি নিয়ে কি হবে?
সবই তো রেখে যেতে হবে ভবের খেলাঘরে।
এই জীবনে কিছুই কারোর নিজের নয়,
তবুও মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত হারাবার জন্য করে যায় কেন ভয়?

তাই মানব জীবনে নিজ নিজ কর্মে দাও মনযোগ,
জীবন শেষে মিলবে না আর কোনো সুযোগ। ভালোলাগার ছলে তৈরি করি কবিতার বিচিত্র শহর,
স্বপ্ন দেখি রোজ শব্দ দিয়েই গাঁথবো মনের কষ্টি পাথর।