আলমগীর সরকার, ময়মনসিংহ
ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন ময়মনসিংহের শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১২টায় শহরের গাঙ্গিনাপার টাউন হল মোর চরপাড়া ও শহরে বিভিন্ন মোড়ে মোড়ে শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়। পরে অনেক গুলো দলে ভাগ হয়ে কাজ করেন তারা। এ সময় একটি দল শহরের ট্রাফিকের দায়িত্ব পালন করেন এবং বাকি দুটি দলকে আলাদা হয়ে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা যায়।
অটোরিকশাচালক মোঃ আলী দৈনিক মুক্তির লড়াইকে জানান, যাদের হাতে কলম আর কাঁধে বইয়ের ব্যাগ থাকার কথা ছিলো আজকে তারা হাতে নিয়েছে ঝাড়ু আর কাঁধে নিয়েছে ময়লার বস্তা। তারা খুব ভালো কাজ করছে।
পথচারী আমিইনুল ইসলাম জানান শহরে যে ট্রাফিক পুলিশ নেই, তা বোঝা যাচ্ছে না। ছাত্ররা খুব সুন্দরভাবে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। আজকে অন্য দিনের তুলনায় রাস্তায় যানজট কম।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা দৈনিক মুক্তির লড়াইেক জানান, আমাদের সবার একটাই লক্ষ্য, নিজের শহর পরিষ্কার করা। ময়মনসিংহ শহরের শতাধিক শিক্ষার্থী আজ শুক্রবার ছুটির দিনেও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করেন। আমরা শহরের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা রাস্তা থেকে পরিষ্কার করেছি। আমাদের সিনিয়র যারা আছেন তারা ট্রাফিকের ভূমিকায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করেছেন। আমরা চাই, আমাদের দেশ একটা সুন্দর নিয়মে চলুক। ভেদাভেদ ভুলে আমারা একত্রে কাজ করার শপথ নিই। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি।