
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে মাইজভান্ডার শরীফের ভক্তদের নিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানা যায়। রোববার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ১নং রশিদাবাদ ইউনিয়ন পরিষদের কাছে এ দূর্ঘটনা ঘটে। আহতদের কে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পাশ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কয়েকটি গ্ৰাম থেকে ৬০ জন ভক্ত চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফ থেকে ফেরার পথে ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহত প্রায় ২০ জন কে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহত কয়েকজন জানায়, আমরা ফেরার পথে রশিদাবাদ এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মূহুর্তে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। কয়েক জন নিজ চেষ্টায় গাড়ি থেকে বের হতে পারলেও অনেকেই গাড়ির ভেতরে আটকা ছিল। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির ভেতর আটকা পড়াদের উদ্ধার করেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুজর গিফারী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। দূর্ঘটনার শিকার বাসের ভেতরে কেউ আটকা নেই। বাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা