
মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাঁজা সহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মাটিরাঙ্গা থানাধীন ০৬নং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড ওয়াছু ০২ নং রাবার বাগানস্থ জনৈক মনি কুমার ত্রিপুরা এর বসত ঘরের সামনের উঠান হইতে মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৫১০ গ্রাম গাঁজা সহ ননি বালা ত্রিপুরা (৬২) কে গ্রেফতার করা হয়।
সে ০৬নং ওয়ার্ডের ওয়াছু এলাকার ০২নং পূর্নবাসন কেন্দ্রের খনন্ত কুমার ত্রিপুরা ও হেমাংচু ত্রিপুরা মেয়ে এবং স্বামী-মনি কুমার ত্রিপুরার স্ত্রী।