
মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ির মানিকছড়িতে ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে মানিকছড়ি থানাধীন ২নং বাটনাতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ বাটনাতলী বাজার হইতে সালদাগামী রোডের বিএনপি ক্লাব সংলগ্ন রবি টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হইতে আব্দুল লতিফ (৫৫) নামের একজনকে গ্রেফতার করা হয়।
সে রামগড় থানার পাতাছড়া ইউপি সালদা মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল বারেক ও মৃত জমিলা খাতুনের ছেলে।
এসময় তাহার পরিহিত লুঙ্গীর ডান গোছা হইতে একটি হালকা সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো নীল রংয়ের জিপার ব্যাগে রক্ষিত অবস্থায় লাল রংয়ের ১৯৭ (এক শত সাতানব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানিকছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।