ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড Logo কর্ণফুলী শিল্প বিল্ডার্স থেকে অধিকমূল্যে জাহাজ ক্রয় ও ড্রেজার নির্মাণে অভিযোগে Logo ১৫ বছর পর ঢাকায় বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা Logo সিলেটে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েই শঙ্কা Logo কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও দুই আসামীর খালাস Logo লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে ষষ্ঠ শ্রেনীর মরদেহ উদ্ধার Logo ঝিনাইদহে গাজা সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে জখম Logo কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু Logo ঈশ্বরগঞ্জে সড়কের উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হলেও ঝুলে রয়েছে কাজ

মার্গারেট অলিভার গোল্ডিং পুরস্কার বিজয়ী ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট

মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি

আর্ত-মানবতার সেবা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন, দুঃস্থদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, এবং পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ স্থাপনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩-২০২৪ মেয়াদে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘মার্গারেট অলিভার গোল্ডিং’ CHAMPIONSHIP TROPHY জিতেছে‘ ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট’। ‘ইনার হুইল ডিসট্রিক্ট-৩২৮ বাংলাদেশ’ এর আওতায় ৫৮টি ক্লাবের মধ্যে এ বছর সেরাক্লাব নির্বাচিত হওয়ায় ‘ঢাকা ওয়েস্ট’ এই প্রশংসনীয় পুরস্কার পেলো। গত ২৯ জুন ২৪ ইং ঢাকায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত ৩৯তম ডিসট্রিক্ট এসেম্বলিতে ডিসট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক ক্লাবপ্রেসিডেন্ট রাশিদা ভূঁইয়া এবং সেক্রেটারি সামিনা ইসলামসহ অন্যান্য সদ্যসদ্যের হাতে এ ট্রফি তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি. এবং ন্যাশানাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা শাখাওয়াত।

আর্ত মানবতার সেবায় অসামান্য অবদানের জন্য সেরা প্রেসিডেন্ট হিসাবে পদকে ভূষিত হন ক্লাবপ্রেসিডেন্ট রাশিদা ভূঁইয়া এবং সেরা সেক্রেটারি হিসাবে ক্লাবসেক্রেটারি সামিনা ইসলাম। অধিকন্তু, শ্রেষ্ঠত্বের পুরস্কার (Award of Excellence), গণসচেতনতা সৃষ্টি, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষাসুযোগ সম্প্রসারণ, চিকিৎসা সামগ্রী অনুদান, পরিবেশদূষণ রোধ ও পরিবেশ উন্নয়ন, সবুজায়ন, আন্তর্জাতিক পর্যায়ে সেবা সম্প্রসারণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থদের সেবাদান, নারী উন্নয়ন, ইনার হুইল ব্র্যান্ডিং/প্রতিষ্ঠার শতবর্ষের উত্তরাধিকার পদকসহ বিভিন্ন সেক্টরে অনন্য অবদানের জন্য ক্লাবটি সর্বমোট ১৫টি পদক লাভের গৌরব অর্জন করে।

ক্লাবপ্রেসিডেন্ট রাশিদা ভূঁইয়া এবং সেক্রেটারি সামিনা ইসলাম জানান যে, ক্লাবের প্রতিটি সদস্যের মানবসেবায় সুদৃঢ় অঙ্গীকার, আন্তরিক সহযোগিতা ও নিরলস প্রচেষ্টায় এ অনন্য অর্জন সম্ভব হয়েছে।বিশেষ করে ডিসট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক-এর সুযোগ্য নেতৃত্ব, অব্যাহত আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ, সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং দূরদর্শিতা বিভিন্ন জনসেবামূলক প্রকল্প বাস্তবায়নে সদস্যদেরকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে।ডিসট্রিক্ট এক্সিকিউটিভ কমিটির প্রত্যেক সদস্য ক্লাবকে আন্তরিক সহযোগিতা দিয়েছেন অব্যাহতভাবে। তাই ডিসট্রিক্ট চেয়ারম্যানসহ তাঁদের সকলের প্রতি আমাদের স্বকৃতজ্ঞ ধন্যবাদ।ক্লাবের সকল সাধারণ সদস্যের পাশাপাশি কিছু কিছু সিনিয়র সদস্য, স্বজন ও সুহৃদ, শুভাকাঙ্ক্ষী ও ডিগনিটারিজ আর্ত-মানবতার সেবায় যেভাবে উদারহস্তে আর্থিক সহায়তা দিয়েছেন, তা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণযোগ্য।আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আলো জ্বালিয়ে দুঃস্থ মানুষের যাপিত জীবনে আশার আলো সঞ্চার করবার প্রাণান্ত চেষ্টা করেছি। আমরা আশা করি যে, পরবর্তী কমিটির আন্তরিক প্রচেষ্টায় সে উদ্যোগ আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, আর্ত-মানবতার সেবায় নিবেদিত বৃহত্তম আন্তর্জাতিক মহিলা সংস্থা হিসাবে‘ ইনার হুইল ‘-এর অবদান বিশ্বনন্দিত। ১৯২৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই দুঃস্থ, বিপন্ন ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে চলেছে সংস্থাটি।বর্তমানে IIW President Trish Douglas- এর নেতৃত্বে ১ লাখ ২০ হাজারেরও বেশি সদস্যের ৪ হাজারেরর অধিক ক্লাব বিশ্বের ১০৪ টিরও বেশি দেশে মানবিক সেবায় নিয়োজিত রয়েছে।এ বছর সংস্থাটি এর প্রতিষ্ঠার শতবার্ষিকী পালন করলো।সম্পূর্ণ অলাভজনক সেবামূলক এ সংস্থার ২০২৩-২০২৪ মেয়াদের প্রতিপাদ্য (Theme) “SHINE A LIGHT”- এর আলোকে সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রে দীপ্তি ছড়ানোর অবিচল লক্ষ্য অর্জনে বহুমাত্রিক সাফল্য দেখিয়েছে।

বাংলাদেশে ইনার হুইল ডিসট্রিক্ট-৩২৮ এর চেয়ারম্যান শাহিনা রফিক-এর সুযোগ্য নেতৃত্ব ও তত্ত্বাবধানে ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট’-এর ২০২৩-২০২৪ মেয়াদে বাস্তবায়িত সেবামূলক প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে কমপক্ষে ৮৯ হাজার ৭৮০ জন বিপন্ন, দুঃস্থ, এতিম, বেকার, দরিদ্র ছাত্র-ছাত্রি, দুরারোগ্য-ব্যাধি আক্রান্ত রোগী, প্রতিবন্ধী ও সহায়-সম্বলহীন অসহায় শিশু, যুবক, বিধবা ও নিঃস্ব নারী ও দরিদ্র সাধারণ মানুষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড

SBN

SBN

মার্গারেট অলিভার গোল্ডিং পুরস্কার বিজয়ী ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট

আপডেট সময় ০৩:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি

আর্ত-মানবতার সেবা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন, দুঃস্থদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, এবং পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ স্থাপনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩-২০২৪ মেয়াদে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘মার্গারেট অলিভার গোল্ডিং’ CHAMPIONSHIP TROPHY জিতেছে‘ ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট’। ‘ইনার হুইল ডিসট্রিক্ট-৩২৮ বাংলাদেশ’ এর আওতায় ৫৮টি ক্লাবের মধ্যে এ বছর সেরাক্লাব নির্বাচিত হওয়ায় ‘ঢাকা ওয়েস্ট’ এই প্রশংসনীয় পুরস্কার পেলো। গত ২৯ জুন ২৪ ইং ঢাকায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত ৩৯তম ডিসট্রিক্ট এসেম্বলিতে ডিসট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক ক্লাবপ্রেসিডেন্ট রাশিদা ভূঁইয়া এবং সেক্রেটারি সামিনা ইসলামসহ অন্যান্য সদ্যসদ্যের হাতে এ ট্রফি তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি. এবং ন্যাশানাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা শাখাওয়াত।

আর্ত মানবতার সেবায় অসামান্য অবদানের জন্য সেরা প্রেসিডেন্ট হিসাবে পদকে ভূষিত হন ক্লাবপ্রেসিডেন্ট রাশিদা ভূঁইয়া এবং সেরা সেক্রেটারি হিসাবে ক্লাবসেক্রেটারি সামিনা ইসলাম। অধিকন্তু, শ্রেষ্ঠত্বের পুরস্কার (Award of Excellence), গণসচেতনতা সৃষ্টি, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষাসুযোগ সম্প্রসারণ, চিকিৎসা সামগ্রী অনুদান, পরিবেশদূষণ রোধ ও পরিবেশ উন্নয়ন, সবুজায়ন, আন্তর্জাতিক পর্যায়ে সেবা সম্প্রসারণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থদের সেবাদান, নারী উন্নয়ন, ইনার হুইল ব্র্যান্ডিং/প্রতিষ্ঠার শতবর্ষের উত্তরাধিকার পদকসহ বিভিন্ন সেক্টরে অনন্য অবদানের জন্য ক্লাবটি সর্বমোট ১৫টি পদক লাভের গৌরব অর্জন করে।

ক্লাবপ্রেসিডেন্ট রাশিদা ভূঁইয়া এবং সেক্রেটারি সামিনা ইসলাম জানান যে, ক্লাবের প্রতিটি সদস্যের মানবসেবায় সুদৃঢ় অঙ্গীকার, আন্তরিক সহযোগিতা ও নিরলস প্রচেষ্টায় এ অনন্য অর্জন সম্ভব হয়েছে।বিশেষ করে ডিসট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক-এর সুযোগ্য নেতৃত্ব, অব্যাহত আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ, সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং দূরদর্শিতা বিভিন্ন জনসেবামূলক প্রকল্প বাস্তবায়নে সদস্যদেরকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে।ডিসট্রিক্ট এক্সিকিউটিভ কমিটির প্রত্যেক সদস্য ক্লাবকে আন্তরিক সহযোগিতা দিয়েছেন অব্যাহতভাবে। তাই ডিসট্রিক্ট চেয়ারম্যানসহ তাঁদের সকলের প্রতি আমাদের স্বকৃতজ্ঞ ধন্যবাদ।ক্লাবের সকল সাধারণ সদস্যের পাশাপাশি কিছু কিছু সিনিয়র সদস্য, স্বজন ও সুহৃদ, শুভাকাঙ্ক্ষী ও ডিগনিটারিজ আর্ত-মানবতার সেবায় যেভাবে উদারহস্তে আর্থিক সহায়তা দিয়েছেন, তা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণযোগ্য।আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আলো জ্বালিয়ে দুঃস্থ মানুষের যাপিত জীবনে আশার আলো সঞ্চার করবার প্রাণান্ত চেষ্টা করেছি। আমরা আশা করি যে, পরবর্তী কমিটির আন্তরিক প্রচেষ্টায় সে উদ্যোগ আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, আর্ত-মানবতার সেবায় নিবেদিত বৃহত্তম আন্তর্জাতিক মহিলা সংস্থা হিসাবে‘ ইনার হুইল ‘-এর অবদান বিশ্বনন্দিত। ১৯২৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই দুঃস্থ, বিপন্ন ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে চলেছে সংস্থাটি।বর্তমানে IIW President Trish Douglas- এর নেতৃত্বে ১ লাখ ২০ হাজারেরও বেশি সদস্যের ৪ হাজারেরর অধিক ক্লাব বিশ্বের ১০৪ টিরও বেশি দেশে মানবিক সেবায় নিয়োজিত রয়েছে।এ বছর সংস্থাটি এর প্রতিষ্ঠার শতবার্ষিকী পালন করলো।সম্পূর্ণ অলাভজনক সেবামূলক এ সংস্থার ২০২৩-২০২৪ মেয়াদের প্রতিপাদ্য (Theme) “SHINE A LIGHT”- এর আলোকে সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রে দীপ্তি ছড়ানোর অবিচল লক্ষ্য অর্জনে বহুমাত্রিক সাফল্য দেখিয়েছে।

বাংলাদেশে ইনার হুইল ডিসট্রিক্ট-৩২৮ এর চেয়ারম্যান শাহিনা রফিক-এর সুযোগ্য নেতৃত্ব ও তত্ত্বাবধানে ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট’-এর ২০২৩-২০২৪ মেয়াদে বাস্তবায়িত সেবামূলক প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে কমপক্ষে ৮৯ হাজার ৭৮০ জন বিপন্ন, দুঃস্থ, এতিম, বেকার, দরিদ্র ছাত্র-ছাত্রি, দুরারোগ্য-ব্যাধি আক্রান্ত রোগী, প্রতিবন্ধী ও সহায়-সম্বলহীন অসহায় শিশু, যুবক, বিধবা ও নিঃস্ব নারী ও দরিদ্র সাধারণ মানুষ।