মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ প্রতিনিধি: অর্থনৈতিক মন্দা হোক কিংবা করোনা মহামারি! যুদ্ধ হোক কিংবা দুর্যোগ! দেশের যেকোনো বৈশ্বিক সংকটে বড় ভরসার নাম প্রবাসী আয়। আর এই প্রবাসী আয়ের নেপথ্যে আছেন এক কোটিরও বেশি বাংলাদেশি, তার মধ্যে মালদ্বীপে প্রায় এক লাখেরও বেশি প্রবাসী কর্মরত আছেন, যারা ভিনদেশে কঠিন পরিশ্রম করেও নিজ দেশে নিয়মিত অর্থ পাঠাচ্ছেন।
এমতাবস্থায় গত (১৮ই, ডিসেম্বর) সারা বিশ্বের মতো মালদ্বীপেও পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ বছর দিবসটির স্লোগান ছিলো ‘থাকব ভালো রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়ে-গড়ব বাংলাদেশ।
আন্তর্জাতিক অভিবাসী দিবসের সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে। তারি ধারাবাহিকতায় (২০ই, ডিসেম্বর) দূতাবাসে উপস্থিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অফিস সমূহের বিভিন্ন সেবা, যেমন: কল্যাণ বোর্ডের সদস্যপদ ও বিভিন্ন সুযোগ সুবিধা, প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা, জনশক্তি অফিসের সেবা, বিএমইটি কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে বিশেষভাবে অবহিত করেন দূতাবাসের প্রথম সচিব ও দুতালয় প্রধান (শ্রম) মো. সোহেল পারভেজ।
এছাড়াও উল্লেখযোগ্য হলো, প্রবাসী কর্মীদের বৈধপথে রেমিটেন্স প্রেরন ও নিজস্ব ব্যাংক একাউন্ট খোলা এবং ওয়েজ আর্নার্স বন্ড ক্রয়ের বিষয়ে তথ্য প্রদান সহ উপস্থিত সকল প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন দূতালয় প্রধান।