প্রবাস ব্যস্ততা উপেক্ষা করে রাজধানী মালে সাপ্তাহিক ছুটিরদিন শুক্রবার (৭ এপ্রিল) মালদ্বীপের বিলাবং হাই-ইন্টারন্যাশনাল স্কুল ভেন্যুতে বাংলাদেশ কমিউনিটির সম্মানে আয়োজিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর এল ইন্টারন্যাশনাল এর কর্ণধার মো. হাদিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান, ঢাকা ট্রেডার্স এর কর্ণধার মো. বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন, ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড এর সিও মাসুদুর রহমান, ব্যবসায়ী মো. কুদ্দুস, মো. বিল্লাল হোসেন, দুতাবাসের কনস্যুলার সহকারী আল মামুন পাঠান ও মো. জসিম উদ্দিন।
রমজানের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুন্ন রাখাসহ আইন কানুনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক স্থানীয় কমিউনিটির সাথে যুক্ত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ। এছাড়াও তিনি উল্লেখ করেন, মালদ্বীপে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন গঠনমূলক কাজে এগিয়ে এসে এখানে অবস্থানরত প্রবাসীদের সমসাময়িক কল্যান মুলুক কাজে অবদান রাখার।
ইফতার পুর্ব পবিত্র কুরআন তিলওয়াত ও মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মো. সুমন এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আয়োজক প্রবাসী মো. গাজী সাদেক। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেয় মালদ্বীপে থাকা বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসীদের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেন মো. গাজী সাদেক, সুমন হোসেন, ফারুক হোসেন, খায়রুল আমিন প্রদান, জয়নাল আবেদীন, হুমায়ুন খান, মো. বাচ্চু, রিয়াদ আহমেদ।