মো. ওমর ফারুক অনিক মালদ্বীপ প্রতিনিধি: মঙ্গলবার ১০, ডিসেম্বর সন্ধ্যা সাতটায় রাজধানী মালের রোড় সিক্সটি-সিক্স রেস্টুরেন্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে মালদ্বীপ শাখা আওয়ামিলীগের নেতাকর্মীরা। আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মালদ্বীপ আওয়ামিলীগের সিনিয়র সদস্য মো. মনির হোসেন এবং উপস্থিত সকল নেতাকর্মীরা দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে বঙ্গবন্ধু সৃতিচারণে শ্রদ্ধা নিবেদন করেন।
মালদ্বীপ আওয়ামিলীগের সহ-সভাপতি শাহ্জালাল শিকদার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান মো. দুলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর এল ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, সহ সভাপতি মনির হোসেন, গাজী সাদেক, মো. ফয়েজুর রহমান, মো. সাইফুল ইসলাম, ইএসডাব্লিউএ-এর সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম কেআর কামাল হোসেন, উপ-প্রচার সম্পাদক এনামূল হক জাকির, অর্থ বিষয়ক সম্পাদক গাজী জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন নাছির হোসেন পারভেজ, মো. শাহাজান প্রমুখ।
দিবসটির সভাপতিত্বের বক্তব্যে মো. দুলাল হোসেন বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য জাতির পিতা দীর্ঘদিন সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি জেল জুলুম সহ্য করেছেন, সব সময় দূরদর্শী সিদ্ধান্ত দিয়েছেন এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জনগণের সেবা করেছেন।
আলোচনা শেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত, মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।