মোঃ মাসুদ রানা, চট্রগ্রাম থেকে
চট্রগ্রাম জেলায় মিরসরাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির বাতাসের প্রভাবে গাছের ডাল পড়ে সিদরাতুল মুনতাহা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই ইউনিয়নের মহানগর এলাকার হাসমত আলী ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার শিশু কন্যা।
নিহতের ফুফাতো ভাই ইবরায়েত হাসান জানান, বিকেল ৫টার দিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হঠাৎ প্রচন্ড বাতাস শুরু হয়। এসময় মুনতাহা বাইরে থাকলে হঠাৎ গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন।