প্রসেনজিৎ দাস, আগরতলা: মুখ থুবরে সাবরুম এর এটিএম পরিষেবা।
সাবরুম মহকুমা জুড়ে বিভিন্ন ব্যাংক গুলির মোট পাঁচটি এটিএম কাউন্টার রয়েছে এর মধ্যে সাবরুম শহরের তিনটি এবং মনু বাজারে দুটি,গ্রাহকদের অভিযোগ হচ্ছে যে এই এটিএম গুলি থাকলেও এগুলিতে পরিষেবার মান একেবারে তলানিতে।কখনো এটিএম গুলি বন্ধ থাকে আর খোলা থাকলে এটিএম এ টাকা থাকে না এবং টাকা থাকলে ইন্টারনেট থাকেনা যার কারনে ভোগান্তির শিকার হচ্ছেন এটিএমে আশা দূর-দূরান্ত থেকে গ্রাহকরা। মহাকুমা তে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুটি ,স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুটি এবং ইউকো ব্যাংকের একটি এটিএম রয়েছে কিন্তু পরিষেবার মান খুবই নিম্নমানের যার ফলে একদিকে ভোগান্তির শিকার হচ্ছেন যেমন গ্রাহকরা তেমনি তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা সরকারের কাছে সাবরুম জুড়ে এটিএম পরিষেবার মানোন্নয়নে সদর্থক ভূমিকা গ্রহণ করার জন্য দাবি রাখেন।