
স্টাফ রিপোর্টার
মুদাফরগন্জ জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
।র ছাতার মতো গজিয়ে উঠেছে কুমিল্লার লাকসামে অনেক ক্লিনিক ও হাসপাতাল যারা মানছেনা সরকারি কোন নির্দেশনা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাচাঁর জন্য শেষ চেষ্টা হিসেবে মানুষ হাসপাতালে আসে, আর এই হাসপাতালেই যদি আজরাইল হয়ে দাঁড়ায় তখক কি করবে সাধারণ মানুষ, তেমনি একটি হাসপাতাল নামের কসাই খানার সন্ধান পাওয়া গেছে, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফরগন্জ বাজারে, মুদাফরগন্জ জেনারেল হাসপাতাল নামে এই হাসপাতালটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তাদের ভুল ও অপচিকিৎসায় অসংখ্য নারী পুরুষের প্রাণ দিতে হয়েছে কম বয়সে। এই হাসপাতালে যেন অকাল মৃত্যুর মিছিল থামছেই না, তাদের অপচিকিৎসার মৃত্যুর মিছিলে এবার সামিল হলো আরো একটি সুজন নামের তাজা প্রাণ। লাকসাম উপজেলার নগরী পাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে সুজন। দুটি অবুজ কন্যা সন্তানের জনক সুজনকে হারিয়ে দিশেহারা তার পরিবার। পরিবার সূত্রে জানা যায় সুজন সকালে বুকের ব্যাথা অনুভব করলে পায়ে হেটে তার বাড়ীর পাশেই মুদাফরগন্জ জেনারেল হাসপাতালে যায়। হাসপাতাল কতৃপক্ষ তাকে ইসিজি করায়, ইসিজির রিপোর্টে কোন সমস্যা না পাওয়া তাকে গ্যাস এবং ব্যাথানাশক ইনজেকশন দিলে তার শরীরে ঝাকুনীর সৃষ্টি হয়। তাৎক্ষণিক তাকে কুমিল্লা প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়। সুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুজন এলাকায় নম্র ভদ্র ছেলে হিসাবে যথেষ্ট পরিচিত ছিলো। হাজারো মানুষের জানাজায় উপস্থিতি তার প্রমান দেয়। এই ব্যাপারের মৃত সুজনের মামা বলেন, হাসপাতাল কতৃপক্ষ তাদের চিকিৎসার কোন ছাড়পত্র আমাদের দেয়নি যা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। স্হানীয় চেয়ারম্যানের সাথে পরামর্শ করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এই ব্যাপারে হাসপাতালে ব্যাবস্হাপনা পরিচালক ডা. মুবারকের সাথে কথা বললে তিনি জানান, রুগী স্বাভাবিক মৃত্যু হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, এই হাসপাতালে নাই কোন এনেস্থিসিয়ার ডাক্তার, অনুমোদন হীন বেড, অবৈধ এক্সরে, নাই কোন ডিপ্লোমাধারী নার্স, সিজার করতে গিয়ে জ্বরায়ু কেটে ফেলাসহ অসংখ্য অভিযোগের মধ্যে আজ স্হায়ী জনগণ হাসপাতাল সামনে অবরোধ করে,ল। পরে স্হায়ী চেয়ারম্যান ও লাকসাম থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে মৃত সুজনের জানাজা সম্পূর্ণ হয়।
এই ব্যাপারে স্হানীয় চেয়ারম্যান শাহিন বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখব। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্হায়ী লোকজন বলেন, প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্ট হওয়ার কারনে পার পেয়ে যাচ্ছে ডাক্তার মুবারকসহ মুদাফরগন্জ জেনারেল হাসপাতাল। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসন মুদাফরগন্জ জেনারেল হাসপাতালের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ সুষ্ঠতদন্ত করে ব্যবস্হা নিবেন।