
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
বৈষম্যবিরোধী ছাত্রসমাজের আয়োজনে নারী নিরাপত্তা নিশ্চিত করন এবং ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মুরাদনগর উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষাক সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহমেদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর। এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহমেদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কাজী মোহাম্মদ ফাহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিক আহম্মদ, নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী রেশমা আক্তার প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।