মাহফুজুর রহমান,
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে সুমি বেগম নামের এক দুবাই প্রবাসীর স্ত্রীকে বাসায় ডুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকায় এঘটনা ঘটে। সুমি বেগম দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী। আহত সুমি বেগম কুমিল্লার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় হামলাকারী জাবেদ (২৭)কে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত আসামী রহিমপুর গ্রামের মৃত আলী আজগর ভান্ডারীর ছেলে। কি কারনে এই হামলার ঘটনা ঘটেছে এনিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকায় দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী সুমি বেগম তার দুই সন্তানকে নিয়ে একাই বসবাস করতেন। বুধবার সন্ধ্যায় সুমি বেগমের বাসায় ডুকে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে কিছু সন্ত্রাসী। এসময় তার শোর-চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে শরীরের বিভিন্নস্থানে কোপানো ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। প্রবাসীর স্ত্রীর উপর এমন হামলায় ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। হামলার ঘটনায় জড়িত একজনকে আটকসহ হামলায় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধারসহ ঘটনায় জড়িত একজনকে আটক করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। হয়েছে। কি কারনে এই হামলা করা হয়েছে এবং ঘটনার সাথে কারা জড়িত রয়েছে বিষয়টি উদঘাটনে তদন্ত চলছে।