
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে ভারতের থেকে নেমে আসা পানি ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দূর্গত সাড়ে পাঁচশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে মুরাদনগর প্রবাসী কল্যান সংস্থা নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
শনিবার দিনব্যাপী উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রাম থেকে শুরু করে জাহাপুর, শুশুন্ডা, দড়িকান্দি, ধামঘর এলাকা পর্যন্ত বন্যা দুর্গত সাড়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইন, পানি এবং ঔষধ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী আব্দুল আজিজ মোল্লা, আব্দুর রহিম ভূঁইয়া, এম এ কামাল, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুমন আরমান, সাইফুল সরকার। মালয়েশিয়া প্রবাসী দিদারুল আলম, সদস্য সচিব সুজন ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক মুস্তফা সরকার, শাহাবুদ্দিন সবুজ, সদস্য নুর উদ্দিন রাজ, মোঃ ইয়াকুব, রাকিব হাসান, কামাল হোসেন, আলীম, আনিছুর রহমানসহ সংগঠনের সেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মালয়েশিয়া প্রবাসী সোহেল খান বলেন ‘এসো প্রবাসী ভালোবাসার হাতটি অসহায় মানুষের পাশে বাড়িয়ে দেই’ এই স্লোগানে মুরাদনগর প্রবাসী কল্যাণ সংস্থা উপজেলার ২২টি ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত এই সংগঠনটি প্রবাসে কিংবা দেশে অসহায় প্রবাসী এবং প্রবাসীদের পরিবারের পাশে দাড়ায় এবং মুরাদনগর উপজেলার অসহায়ের মানুষের নিরলস ভাবে কাজ করছে। এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমূলকসহ স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে থাকার সংগঠন, এই সংগঠনটি প্রবাসীদের দ্বারা গঠিত ও পরিচালিত হওয়ার মাধ্যমে সর্বশ্রেনীর উন্নয়নের জন্য কাজ করে করে।