মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ছাত্রী ও সাধারণ মানুষ। শনিবার সকাল এগারোটা থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু হয়। শিক্ষার্থীদের বিক্ষোভে সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিক্ষোভ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়ক, কোম্পানীগঞ্জ- নবীনগর সড়ক ও কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যানচলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা।
এসময় আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ দাবী করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আন্দোলন চলাকালে সড়কে জরুরি এম্বুলেন্স গুলোকে শিক্ষার্থীরা নিজেরা সহযোগিতা করে চলাচলের ব্যবস্থা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.