স্টাফ রিপোর্টারঃ
মেটলাইফ অর্জন করেছে গৌরবময় সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড এর স্বীকৃতি।
বাংলাদেশের ঘরে ঘরে দীর্ঘ সময় ধরে জীবনবিমা সুরক্ষা দিয়ে আসছে মেটলাইফ, পূরণ করেছে লাখো প্রতিশ্রুতি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মেটলাইফ দিয়েছে আর্থিক সুরক্ষা আর বিপদের সময় পাশে ছিল বীমা সহায়তা নিয়ে।
গ্রাহক ও মেটলাইফের সুসম্পর্কের ধারাবাহিকতায়, বীমা শিল্পে অপূরণীয় অবদান নিশ্চিত করার মাধ্যমে মেটলাইফ অর্জন করেছে গৌরবময় সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড এর স্বীকৃতি।