ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

মোংলায় চোরাইকৃত বিদেশি রং’সহ আটক- ১

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

বাগেরহাটের মোংলা বন্দরের বানিজ্যিক জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা বিদেশি রং’সহ এক চোরাকারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

গত শনিবার গভীর রাতে মোংলা ফেরীঘাটে এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অর্ধশত ড্রাম রং ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

এসময় বন্দরে অবস্থারত বিদেশী জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা প্রায় ৫০ ড্রাম বিদেশি রং নিয়ে মোংলা ফেরি ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করে পুলিশ।

আটককৃত আলী হোসেন মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।

আটককৃত আলী হাসানের দেওয়া তথ্য মতে, মোংলা নদীর পার ও তার বসত ঘর থেকে প্রায় অর্ধশত ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক আলী হোসেন’র বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের সুত্রধরে মোংলা বন্দরের পশুর চ্যানলে অভিযান চালায় মোংলা থানা পুলিশের একটি দল ও আটক আলী হোসেন’র বিরুদ্ধে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতী, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ড’সহ থানায় প্রায় ১১’টি মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

মোংলায় চোরাইকৃত বিদেশি রং’সহ আটক- ১

আপডেট সময় ০৭:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

বাগেরহাটের মোংলা বন্দরের বানিজ্যিক জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা বিদেশি রং’সহ এক চোরাকারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

গত শনিবার গভীর রাতে মোংলা ফেরীঘাটে এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অর্ধশত ড্রাম রং ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

এসময় বন্দরে অবস্থারত বিদেশী জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা প্রায় ৫০ ড্রাম বিদেশি রং নিয়ে মোংলা ফেরি ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করে পুলিশ।

আটককৃত আলী হোসেন মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।

আটককৃত আলী হাসানের দেওয়া তথ্য মতে, মোংলা নদীর পার ও তার বসত ঘর থেকে প্রায় অর্ধশত ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক আলী হোসেন’র বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের সুত্রধরে মোংলা বন্দরের পশুর চ্যানলে অভিযান চালায় মোংলা থানা পুলিশের একটি দল ও আটক আলী হোসেন’র বিরুদ্ধে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতী, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ড’সহ থানায় প্রায় ১১’টি মামলা রয়েছে।