
মোঃ ইলিয়াস আলী:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনাটি ঘটে৷
নিহত রুবেল হোসেন পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে ৷
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় যে, সকালে যাদুরাণী বাজারে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন৷ পরে ক্ষিপ্ত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় সে ৷
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।