মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বিলের পার গ্রাম থেকে তিন গরু চোরকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে জনতা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, কুলাউড়া উপজেলার তিলকপুর গ্রামের কৃষক সফেদ আলীর একটি গরু চুরি করে কুলাউড়া বিলের পার গ্রাম নিয়ে যায়। ফজরের নামাজ পড়তে এসে স্থানীয় লোকজন গরু চোরকে দেখতে পান। এ সময় মুসল্লিদের চিৎকার লোকজন জড়ো হয়ে তাদের আটক করে পুলিশে হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন শমশেরনগর ভাদাইর দেউল গ্রামের আম্বর আলীর ছেলে তজমুল, আদমপুর কালা মিয়ার ছেলে শাহ আলম ও একই এলাকার আবুল হোসেনের ছেলে দুলাল মিয়া।
স্থানীয় লোকজন জানিয়েছেন, তাদের এলাকায় সম্প্রতি গরু চোরের উপদ্রব বেড়েছে। এ পর্যন্ত বেশকিছু গরু চুরি গেছে।