
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: মিউনিসিপ্যাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর খুলনা বিভাগীয় আ লিক কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। গত ৭ আগষ্ট ঢাকার আগারগাও এন আই এল জি ভবনের কনফারেন্স রুমে ম্যাব’এর কেন্দ্রিয় কমিটির এক সভাতে তাকে ওই দ্বায়িত্ব দেওয়া হয়। ওই কমিটিতে মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলকে সভাপতি নির্বাচিত করা হয়। মিউনিসিপ্যাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ ও সাধারন সম্পাদক খালিদ হোসেন ইয়াদ স্বাক্ষরিত প্যাডে নবনির্বাচিত খুলনা আ লিক কমিটির সম্পাদক মেয়র আশরাফকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গঠনে মেয়রদের ভ্থমিকা অপরিসীম। তাদের মাধ্যমে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। জনগনের সেবার প্রত্যাশা পূরনে স্থানীয় সরকার ব্যাবস্থা তথা পৌরসভা শক্তিশালী করনের বিকল্প নেই। তাই ম্যাব এর লক্স্যমাত্রা পুরনে মেয়রদেও গুরুত্বপূর্ণ ভ্থমিকা পালন করতে হবে। ওই সভাতে দেশের ৩২৯ টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
এদিকে মেয়র আশরাফ ম্যাব এর খুলনা বিভাগীয় আ লিক কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে আ’লীগ উপজেলা ও পৌর শাখা সহ বিভিন্ন সংগঠন, পৌর কর্মকর্তা কর্মচারী সমিতি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা অভিনন্দন জানিয়েছেন।